+8801533443118 Info@bestaidbd.com

গত ২৭ ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারী পর্যন্ত চীনে প্রায় ১০০ এর অধিক মানুষ এই ভাইরাসে মৃত্যুবরণ করেন। সেই হিসেবে এখনই যদি এই মহামারী রোধ করা সম্ভব না হয় তাহলে বিশ্বের প্রায় ৬ কোটি মানুষ জীবননাশের ঝুকিতে থাকবেন বলে মনে করেন বিশ্লেষ্কগণ।

কি কি লক্ষণ দেখলে বুঝবেন ভাইরাসে আক্রান্তঃ

১। কাশি

২। সর্দি

৩। মাথা ব্যথা

৪। জ্বর

যেভাবে ছড়ায়ঃ

১। মুলত বাতাসে Air Droplet এর মাধ্যমে।

২। আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে।

৩। পরিষ্কার না থাকলে।

৪। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভালো না হলে।

৫। হাচি, কাশির মাধ্যমে।

লক্ষণ দেখা দিলে বাড়িতে বিশ্রাম নিয়ে প্রচুর পানি খেতে হবে।